আদালতের নির্দেশনা উপেক্ষা, ব্রাজিলে বন্ধ হতে যাচ্ছে এক্স
ব্রাজিলে বন্ধ হতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। মূলত দেশটির আইনের সঙ্গে সাংঘর্ষিক কারণে এ পরিস্থিতি তৈরি হচ্ছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের আইন অনুসারে সব ইন্টারনেট কোম্পানিকে তাদের দেশে একজন প্রতিনিধি রাখতে হবে, যিনি আইনগত বিষয় দেখবেন। কিন্তু চলতি মাসে এক্স ব্রাজিলে তাদের আইনি প্রতিনিধিকে সরিয়ে দেয়। নতুন করে এই ধরনের প্রতিনিধি নিয়োগ করতে অস্বীকৃতি জানিয়েছে এক্স কর্তৃপক্ষ।
ভুল খবর বা তথ্য ছড়ানোর দায়ে কিছুদিন আগে ব্রাজিলের আদালত কিছু এক্স হ্যান্ডেল স্হগিত করে দেয়। এ নিয়ে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেসের সঙ্গে আইনি লড়াই চলছে এক্সের মালিক ইলন মাস্কের।
প্রতিবাদে গত ১৮ আগস্ট এক্স কর্তৃপক্ষ জানায়, স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী আচরণের কারণে ব্রাজিলে এক্স বন্ধের সিদ্ধান্ত ‘অবিলম্বে’ কার্যকর করা হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- এক্স
- বন্ধ হয়ে যাচ্ছে