You have reached your daily news limit

Please log in to continue


সিরিজটি দর্শকের এত আগ্রহ তৈরি করবে ভাবিনি

দেশের নানা শ্রেণি–পেশার মানুষের সঙ্গে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী সাবিলা নূরও। এ প্রসঙ্গের পাশাপাশি কাজ ও নানা বিষয় নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।

শুরু থেকেই বন্যার্তদের জন্য কাজ করছেন...

সাবিলা নূর : এবারের বন্যার পরিস্থিতি ভয়াবহ। আক্রান্ত অঞ্চলের মানুষের অবস্থা দেখে নিজের কাছে খারাপ লেগেছে। বসে থাকতে পারিনি। এ জন্য শুরুর দিকে বিভিন্ন টিমের মাধ্যমে অর্থসহায়তা দিয়ে সহযোগিতার চেষ্টা করেছি। আমার এক স্কুল বান্ধবীর একটি সংস্থা আছে। তারা নানা সময় মানুষের জন্য কাজ করে। এবারও বন্যার্তদের জন্য কাজ করছে। পরে আমি তাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছি। সংস্থাটি থেকে গত বুধবার ১ হাজার ২০০ পরিবারের খাবার নিয়ে একটি দল কুমিল্লা ও লক্ষ্মীপুরে গেছে। আরও পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। এ ছাড়া বন্যাপরবর্তী সময়েও কাজের পরিকল্পনা করছি।

সেটি কেমন?

সাবিলা নূর : বন্যায় ঘরবাড়ি, গবাদিপশু, জমির ফসল বানের জলে ভেসে গেছে। বন্যার পানি সরে গেলে মানুষের বাসস্থানের দরকার হবে। তা ছাড়া মানুষের নানা ধরনের রোগ দেখা দিতে পারে। খাবারের অভাব দেখা দিতে পারে; বিষয়গুলো মাথায় রেখে আমরা পরিকল্পনা করছি। কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণ করে দিতে চাই। নতুন করে ওই সব অঞ্চলে খাবার লাগবে, সেটিও ব্যবস্থা করার জন্য প্রস্তুত হচ্ছি।

শুটিংয়ে ফিরেছেন?

সাবিলা নূর : এখনো কাজ শুরু করিনি। শেষ শুটিং করেছিলাম ঈদুল আজহার আগে মাশিকুল আলমের ‘অর্ধাঙ্গিনী’ নাটকের। প্রায় আড়াই মাস কোনো কাজ করিনি।

কেন?

সাবিলা নূর : এই সময়ের মধ্যে খুব একটা ভালো চিত্রনাট্য হাতে আসেনি। দুটি চিত্রনাট্য পছন্দ হয়েছিল। সেগুলো নিয়ে কাজের প্রস্তুতি নিচ্ছিলাম। মাঝখানে নানা কারণে কাজ করা হয়নি। এখনো পুরোদমে কাজ শুরু হয়নি। ভালো গল্পের দুটি চিত্রনাট্য হাতে আছে। কথাবার্তা চলছে। কবে শুটিং শুরু করতে পারব, এখনই বলা যাচ্ছে না। আমি তো কয়েক বছর ধরেই বেছে কাজ করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন