You have reached your daily news limit

Please log in to continue


বন্যায় ডুবেছে মাছের ঘের, কারও পৌষ মাস কারও সর্বনাশ

ফেনী সদরের ধলিয়া ইউনিয়নের বড় ধলিয়া গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন। দুই বন্ধু মিলে মুরগি আর মাছের খামার তৈরি করেছিলেন বছর কয়েক আগে। এবারের হড়কা বানে ভেসে গিয়ে অনেকটাই নিঃস্ব এখন তারা।

শুধু তারা নন, ফেনীর বিভিন্ন উপজেলার মাছ চাষিদের করুণ অবস্থা তাদের মতই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গিয়াস উদ্দিন বলেন, সোনাগাজী উপজেলার মুছাপুর এলাকায় ১০ একর আয়তনের তিনটি ও সদর উপজেলার বাড়ির কাছে তিন একরের তিনটি পুকুরে বিভিন্ন ধরনের মাছের চাষ করতেন তারা।

বানের পানিতে সবকিছু ভেসে গেছে। সব পুকুর তলিয়ে গিয়ে এখন মাছশূন্য।

গিয়াসের দাবি, বর্ষা মৌসুম শেষ হলেই পুকুরের মাছগুলো বিক্রি করার কথা ছিল। ছয়টি পুকুরে তাদের বিনিয়োগ আছে এক কোটি টাকার বেশি। কিন্তু স্মরণকালের ভয়াবহ বন্যায় তারা এখন পথে বসেছেন।

গিয়াসের অংশীদার সাখাওয়াত হোসেন পিন্টু বললেন, প্রায় ২৮ বছর প্রবাস জীবন কাটিয়ে ২০২৩ সালে দেশে এসেছেন। তার চিন্তা ছিল আর বিদেশ না গিয়ে দেশে ব্যবসা করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন