চ্যাম্পিয়নস লিগ ড্র, কে কার প্রতিপক্ষ
যুগান্তর
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪, ০৯:৩৫
আসন্ন ২০২৪-২৫ মৌসুম চ্যাম্পিয়নস লিগ অনুষ্ঠিত হবে নতুন আঙ্গিকে ৩৬ দল নিয়ে। যার ড্র’ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে। যেখানে প্রথম রাউন্ডেই মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। কার্লো আনচেলত্তির রিয়াল খেলবে লিভারপুলের বিপক্ষেও। অন্যদিকে আরও একবার বার্সেলোনার সামনে পড়েছে বায়ার্ন মিউনিখ।
মোনাকোয় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র। যেখানে নতুন ফরম্যাটে থাকছে না গ্রুপ পর্ব। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। এই আট ম্যাচের চারটি তারা খেলবে ঘরের মাঠে এবং অন্য চারটি প্রতিপক্ষের মাঠে। যা চলবে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত।
প্রাথমিক র্যাঙ্কিং অনুযায়ী চারটি পটের প্রতিটিতে রাখা হয় ৯টি করে দল। ড্রয়ে প্রতিটি পট থেকে একটি দলের দুটি করে প্রতিপক্ষ নির্বাচন করা হয়।
- ট্যাগ:
- খেলা
- চ্যাম্পিয়ন্স লিগ