গোমতীর ভাঙা বাঁধে এখনো তীব্র স্রোত, পানি কমছে ধীরে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ২১:৩৩

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে কুমিল্লায় সৃষ্ট বন্যা পরিস্থিতি এখনো খুব একটা উন্নতি হয়নি। বন্যার শুরুতে পানির তোড়ে ভেঙে যাওয়া গোমতীর বাঁধে এখনো তীব্র স্রোত রয়েছে।


জেলার ১৪টি উপজেলা প্লাবিত হওয়ার আট দিন পার হলেও এখনো বন্ধ হয়নি ভারতের উজান থেকে নেমে আসা পানি। তবে আগের চেয়ে পানির প্রবাহ কিছুটা কমেছে। বানের পানির উচ্চতা কিছুটা কমলেও দুর্ভোগ বেড়েছে।


বৃহস্পতিবার বন্যা কবলিত বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, ধীরগতিতে নামছে বানের পানি। তবে ২২ অগাস্ট মধ্যরাত বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়ায় যে স্থানে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙেছিল, সেই স্থান দিয়ে এখনো লোকালয়ে পানি প্রবেশ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও