বৈষম্যবিরোধী আন্দোলনে মৃত্যু ‘হাজারের বেশি’: স্বাস্থ্য উপদেষ্টা
কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনে সহিংসতার সময় সারাদেশে এক হাজারের বেশি মানুষ নিহত হওয়ার তথ্য তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সেসময় পুলিশের গুলিতে আহতদের মধ্যে চারশোর বেশি ব্যক্তি তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এসব তথ্য দেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে এদিন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান নূরজাহান বেগম। সার্জারি বিভাগে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন তিনি।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন অগাস্টের শুরুতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিলে সারাদেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। আন্দোলন সহিংস উঠলে সেসময় পুলিশ ও সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।