মুখফোলাভাব যেভাবে কমানো যায়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ১৩:৩৬
মুখ ফোলার যেমন নানান কারণ থাকতে পারে তেমনি সমাধানের রয়েছে নানান পথ।
তবে এর জন্য সারাদিনে রূপচর্চার প্রয়োজন পড়বে না।
যে কারণে মুখ ফোলে
দেহ সাধারণত যেখানে পারে পানি ধরে রাখতে চেষ্টা করে। এর মধ্যে মুখমণ্ডল অন্যতম।
নিউ ইয়র্ক সিটি’র চর্মরোগ বিশেষজ্ঞ ম্যারি হায়াজ এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “মুখ ফুলে যাওয়ার সাধারণ কারণ পানি জমা। আর এই সমস্যা হরমোন, খাদ্যাভ্যাস মানসিক চাপসহ নানান কারণে হতে পারে।”
“আরও নির্দিষ্ট ব্যাখ্যা হল পানিশূন্যতা। যেমন- কফি ও অ্যালকোহল দেহে পানিশূন্যতা তৈরি করে”- একই প্রতিবেদনে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা’তে অবস্থিত ‘স্কিনকেয়ার বাই সিডনি’র প্রতিষ্ঠাতা ও সহকারী চিকিৎসক সিডনি গিভেন্স।