![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-08-29%252Fqyiv09z4%252FHarris%2520agrees.webp%3Frect%3D107%252C0%252C1152%252C768%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
রানিং মেটকে নিয়ে সাক্ষাৎকারে আসছেন কমলা, আলোচনা হতে পারে কী নিয়ে
তিন সপ্তাহ আগে, তখন সবে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত করেছেন কমলা হ্যারিস। এর পরপরই যুক্তরাষ্ট্রের বর্তমান এই ভাইস প্রেসিডেন্টের প্রতি মুখোমুখি সাক্ষাৎকারে বসার দাবি উঠেছিল।
ডেট্রয়েট বিমানবন্দরে সাংবাদিকেরা এ বিষয়ে কমলাকে যখন জিজ্ঞেস করেছিলেন, তখন তাঁর উত্তর ছিল, ‘আমি আমার দলের সঙ্গে কথা বলেছি। এ মাস শেষ হওয়ার আগেই আমি সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ করতে পারব।’
আজ বৃহস্পতিবার রাতে সেই জবাবকে বাস্তবে রূপ দিতে যাচ্ছেন কমলা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের সাংবাদিক ডানা ব্যাশের মুখোমুখি হচ্ছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করার পর এটাই হবে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার।
তবে এ সাক্ষাৎকারে কমলা একা হাজির হচ্ছেন না। সঙ্গে থাকছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। তিনি এবারের নির্বাচনে কমলা হ্যারিসের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। স্থানীয় সময় আজ রাত নয়টায় তাঁদের এ সাক্ষাৎকার সম্প্রচার করা হবে।