রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানাবেন জেলেনস্কি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ১৩:২৬

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত সংলাপের মাধ্যমে অবসান হতে পারে। তবে কিইভকে শক্ত অবস্থানে থাকতে হবে। আর তাই তিনি যুদ্ধ শেষের একটি পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দুই সম্ভাব্য উত্তরসূরির কাছে উপস্থাপন করবেন।


বুধবার কিইভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেইনের ৩ সপ্তাহ ধরে চলা অভিযান মূলত ওই পরিকল্পনারই অংশ। তবে এর বাইরে অর্থনৈতিক ও কূটনৈতিক ফ্রন্ট নিয়েও তার পরিকল্পনা আছে।



২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ আগ্রাসন প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, “এ পরিকল্পনার মূল পয়েন্ট হল-রাশিয়াকে যুদ্ধ শেষ করতে বাধ্য করা। আর আমি খুব করে চাই যে, এটি ইউক্রেইনের জন্য ন্যায্য হোক।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও