গুগল ম্যাপসে গুরুত্বপূর্ণ একাধিক স্থানের তথ্য সংরক্ষণ করবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪, ২১:৪৯

গুগল ম্যাপস ব্যবহার করে বিভিন্ন স্থানের অবস্থান জানার পাশাপাশি সেখানে যাওয়ার দিকনির্দেশনাও দেখা যায়। এমনকি কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে অন্য একটি স্থানের দূরত্ব, যেতে কত সময় লাগবে, ট্রাফিক পরিস্থিতি কেমন, সেটি জানার পাশাপাশি চাইলে নিজের অবস্থানের তথ্যও অন্যদের জানানো যায়। আর তাই অনেকেই গুগল ম্যাপসে বাসা, অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের তথ্য নিয়মিত দেখে থাকেন। গুগল ম্যাপসে চাইলেই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় স্থানের তথ্য সংরক্ষণ করা যায়। ফলে বারবার স্থানগুলোর নাম না লিখে তথ্য জানতে হয় না। গুগল ম্যাপসে গুরুত্বপূর্ণ স্থানের তথ্য সংরক্ষণ করার পদ্ধতি দেখে নেওয়া যাক।


গুরুত্বপূর্ণ স্থানের তথ্য সংরক্ষণের জন্য গুগল ম্যাপসে প্রবেশ করে ওপর থাকা সার্চ বাটনে ট্যাপ করতে হবে। হোম, ওয়ার্ক ও মোর নামের তিনটি অপশন দেখা যাবে। বাসার অবস্থানের তথ্য সংরক্ষণের জন্য হোম বাটনে ট্যাপ করে সার্চ বক্সে বাসার ঠিকানা লিখতে হবে অথবা চুজ অন ম্যাপ নির্বাচন করে ম্যাপে বাসার অবস্থান পিন করতে হবে। এরপর নিচে থাকা সেভ বাটনে প্রেস করলেই বাসার ঠিকানা গুগল ম্যাপসে সংরক্ষণ হয়ে যাবে। একইভাবে অফিসের অবস্থান সংরক্ষণ করা যাবে। অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের অবস্থান সংরক্ষণের জন্য মোর বাটনে ট্যাপ করে নিচে থাকা অ্যাড আ প্লেস বাটন নির্বাচন করতে হবে। তারপর স্থানের নাম লিখে বা ম্যাপে পিন করে অবস্থান শনাক্ত করতে হবে। এরপর ওপরে থাকা সেভ বাটনে ক্লিক করলেই ঠিকানাটি গুগল ম্যাপসে সংরক্ষণ হয়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও