রাশিয়ায় ওপেন ই–স্পোর্টস স্টুডেন্ট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যাচ্ছে বাংলাদেশ
ইলেকট্রনিক ক্রীড়া বা ই–স্পোর্টসের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ওপেন ই–স্পোর্টস স্টুডেন্ট গেমসের (ওএক্সওয়াই-২০২৪)’ দক্ষিণ এশিয়া বাছাইপর্বে তৃতীয় হয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। এই দলের সদস্যরা হলেন ফয়সাল আরমান ( ছদ্মনাম: হিরায়েথ), মোহাম্মদ সায়েখ আলতাফ (সেনপাই), ইমতিয়াজ আহমেদ (উইন্ডটাচ), আঞ্জুম ফেরদৌস (কপিক্যাট) এবং মোহাম্মাদ রাফি আলম (জেটএক্স)। দলটি আগামী অক্টোবর মাসে রাশিয়ার সোচিতে অনুষ্ঠেয় ওএক্সওয়াই–২০২৪–এর চূড়ান্ত পর্বে অংশ নেবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন।
ওপেন ইস্পোর্টস স্টুডেন্ট গেমসের দক্ষিণ এশিয়া বাছাইপর্বে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, ভুটান ও শ্রীলঙ্কার একটি করে দল অংশ নেয়। ২২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত এ বাছাই পর্বে মোট পাঁচটি গেম খেলতে হয় অংশগ্রহণকারীদের। চারটি খেলায় জয়ী হওয়ায় ১২ নম্বর পেয়ে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে ভারত ও নেপালের দুটি দল। বাংলাদেশের দলটি তিনটি খেলায় জয় পাওয়ার পাশাপাশি একটি খেলা ড্র করায় ১০ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- প্রতিযোগিতা