You have reached your daily news limit

Please log in to continue


কঙ্গনা রনৌত এখন বিজেপির গলার কাঁটা

সুন্দরী, জনপ্রিয় ও ডাকাবুকো—এই তিন কারণে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রনৌতকে প্রার্থী করেছিল বিজেপি। মান্ডির ভূমিকন্যা ২০২৪ সালের লোকসভা ভোটে জিতেও যান। কিন্তু ক্রমেই তিনি দলের গলার কাঁটা হয়ে উঠছেন। তাঁর একের পর এক রাজনৈতিক মন্তব্য বিজেপিকে বিপাকে ফেলেছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে প্রকাশ্যে বলতে হয়েছে, কঙ্গনার মন্তব্য তাঁর ব্যক্তিগত। সেই সব মন্তব্য বিজেপির বলে মনে করার কোনো কারণ নেই।

শুধু তা–ই নয়, দল বিবৃতি দিয়ে তাঁকে জানিয়েছে, আর যেন কোনো বিষয়ে তিনি মুখ না খোলেন। এমন নিদান সাম্প্রতিক কালে বিজেপি আর কাউকে দেয়নি।

দল তাঁকে মুখ খুলতে বারণ করেছে কৃষক আন্দোলন নিয়ে বেহিসেবি মন্তব্য করায়। কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আন্দোলন কঙ্গনা কখনো সমর্থন করেননি। কখনো বলেছেন, আন্দোলনকারী কৃষকেরা ‘সন্ত্রাসবাদী’। কখনো বলেছেন, আন্দোলনে অংশগ্রহণকারী নারীরা ১০০ টাকা নিয়ে ধরনামঞ্চে বসেছেন। এ মন্তব্যের জন্য গত জুনে চণ্ডীগড় বিমানবন্দরে কর্তব্যরত এক মহিলা জওয়ান তাঁকে চড় মেরেছিলেন বলেও অভিযোগ। কুলবিন্দর কৌর নামের সেই মহিলার বিরুদ্ধে সে জন্য শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল। সেই মহিলা জওয়ানের অভিযোগ, যাঁকে উদ্দেশ করে কঙ্গনা ওই কুমন্তব্য করেছিলেন, তিনি তাঁর মা। তাঁর মা কৃষক আন্দোলনে অংশ নিয়েছিলেন। দিনের পর দিন ধরনা দিয়েছেন স্বতঃপ্রণোদিত হয়ে, ১০০ টাকা পাওয়ার লোভে নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন