ছোটবেলায় কর্মঠ ও অনেক হাঁটতেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ

যুগান্তর প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪, ১৫:২৯

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হলেন জন টিনিসউড। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার বছরে জন্ম নেওয়া বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ মানুষ তিনি। জন টিনিসউডের বয়স এখন ১১২ বছর।


১৯১২ সালের ২৬ আগস্ট লিভারপুলে জন্মগ্রহণ করেন জন টিনিসউড। ১১২ বছরে পা রাখার পর তিনি বলেন, তার দীর্ঘ জীবনের জন্য কোনো ‘বিশেষ রহস্য’ নেই। জন টিনিসউড বলেন, এটাও জীবনের অন্যান্য ঘটনা আমি যেমনভাবে নেই, সেভাবেই নিচ্ছি। কেন আমি এতদিন বেঁচে আছি, তা আমার ধারণাতেও নেই। কোনো বিশেষ রহস্য নেই আমার জীবনে। তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেছেন, কেন তিনি এতদিন বেঁচে আছেন, তা নিয়ে তার কোনো ধারণা নেই।



লিভারপুল ফুটবল ক্লাবের আজীবন ভক্ত জন টিনিসউড বর্তমানে সাউথপোর্টের একটি কেয়ার হোমে থাকেন এবং ১১৪ বছর বয়সি জুয়ান ভিসেন্তে পেরেজ মোরার মৃত্যুর পর এপ্রিল মাসে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হন জন টিনিসউড। তিনি বলেন, আমি ছোটবেলায় বেশ কর্মঠ ছিলাম এবং অনেক হাঁটতাম। তবে আমি নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করি না। আপনি হয় দীর্ঘজীবী হবেন বা স্বল্পজীবী হবেন। এ বিষয়ে আপনি তেমন কিছুই করতে পারবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও