জেন-জি ও মিলেনিয়ালস প্রজন্ম ফোন ধরেন না কেন?
প্রথম আলো
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪, ১৮:১৭
যাঁরা ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মেছেন, তাঁদের বলা হয়ে থাকে জেন–জি প্রজন্ম। আর যাঁরা ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্মেছেন, তাঁদের বলা হয় মিলেনিয়ালস প্রজন্ম। দুই প্রজন্মের মধ্যে চিন্তাভাবনা বা আচরণে পার্থক্য থাকলেও একটি সাধারণ মিল খুঁজে পেয়েছেন গবেষকেরা।
দুই প্রজন্মের তরুণেরাই ফোনকলে সাড়া দেন না। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের এক–চতুর্থাংশ কখনোই ফোনকল গ্রহণ করেন না। অর্থাৎ ফোনে কথা বলেন না। তবে লিখিত বা খুদে বার্তার মাধ্যমে উত্তর বা প্রতিক্রিয়া জানাতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন তাঁরা। ১৮ থেকে ৩৪ বছর বয়সী দুই হাজারের বেশি ফোন ব্যবহারকারীদের ওপর এ জরিপ চালিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আসউইচ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন প্রজন্ম
- প্রজন্ম