ফিতা কাটতে পারেন, বন্যার্তদের কাছে যেতে পারেন না- তোপের মুখে অপু
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪, ১৭:২৮
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। যাদের মধ্যে রয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। নিজেদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন বন্যা কবলিত অঞ্চলের মানুষের পাশে থাকার।
তবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অনেকে কটু কথাও শুনছেন। বিশেষ করে যারা বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছেন, তাদের হয়ে কাজ করেছেন- সেসব তারকারা তোপের মুখে পড়ছেন।
চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গেও এমন কিছু ঘটনাই চোখে পড়েছে। যেখানে বন্যার্তদের সহযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েও কটু কথা শুনতে হয়েছে এই নায়িকাকে।