You have reached your daily news limit

Please log in to continue


বড় রদবদল, ২৪ জেলায় নতুন পুলিশ সুপার

বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়েছে। বদলি ও পদোন্নতির মাধ্যমে দেশের ২৪ জেলার পুলিশ সুপারকে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।

যে ২৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো— ঢাকা, গাজীপুর, রংপুর কুমিল্লা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা, হবিগঞ্জ, রাজশাহী, মুন্সিগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, নাটোর, পাবনা, পটুয়াখালী, বাগেরহাট, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল, যশোর ও নরসিংদী।

একইসঙ্গে বিভিন্ন জেলা ও দপ্তর থেকে ২৪ জন পুলিশ সুপারকে বদলি ও অন্যান্য দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া, দুইজন অতিরিক্ত আইজিপি (সুপারনিমারারি) ও ছয়জন ডিআইজিকেও (সুপারনিমারারি) বদলি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন