মানবিকতার অসাধারণ প্রকাশ
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের ১১টি জেলার ৭৭টি উপজেলা। এছাড়া এ জেলাগুলোর ৫৮৪টি ইউনিয়নের মানুষ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা যায়, বাংলাদেশে এবারের বন্যায় সবচেয়ে বড় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বন্যায় ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার-এসব জেলা। অনেক এলাকার মানুষ যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টেলিফোন নেটওয়ার্ক না থাকায় অনেকের অবস্থা সম্পর্কে জানার উপায় নেই। খাবার ও পানির চরম সংকটে পড়েছে বন্যার্ত অনেকেই।
গণমাধ্যমের তথ্য মতে, ইতোমধ্যে প্রায় ৫৫ লাখ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে গবাদিপশু, আউশের জমি তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে আমনের বীজতলা। মাছের ঘের তলিয়ে গেছে। নিশ্চিহ্ন হয়ে গেছে খেতের শাকসবজি। কাঁচা ঘরবাড়ির চালা পর্যন্ত পানি। পাকা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে অনেকে। অনেক হাসপাতাল, আশ্রয়কেন্দ্রেও ঢুকে পড়েছে বন্যার পানি। এখন পানি কিছুটা কমতে শুরু করলেও সংকট কাটতে সময় লাগবে।
- ট্যাগ:
- মতামত
- বন্যা
- বন্যা পরিস্থিতি
- মানবিকতা
- বন্যার্ত