সম্প্রসারণের প্রত্যাশায় ভারতের ২৫৪ বিলিয়ন ডলারের আইটি খাত
সিলিকন ভ্যালি ব্যাংকের ব্যর্থতার পর ২০২৩ সালে প্রযুক্তি ব্যয় ও প্রকল্পে বিনিয়োগ একেবারে কমিয়ে এনেছিল বহুজাতিক ব্যাংকগুলো। সম্প্রতি আবারো এ খাতে ব্যয় বাড়াচ্ছে তারা। এতে ভারতের ২৫ হাজার ৪০০ কোটি ডলারের তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে আরো সম্প্রসারণের সম্ভাবনা হয়েছে। বর্তমানে এ খাতে আয়ের এক-তৃতীয়াংশ আসে ব্যাংক, আর্থিক পরিষেবা ও ইন্স্যুরেন্স (বিএফএসআই) গ্রাহকদের থেকে। বৈশ্বিক ব্যাংকগুলোর আইটি খাতে বিনিয়োগ বাড়ায় এ আয় আরো বাড়বে বলে প্রত্যাশা উদ্যোক্তাদের। খবর বিজনেস রেকর্ডার।
সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) ছিল প্রযুক্তি উদ্যোগগুলোয় বিনয়োগকারী শীর্ষ প্রতিষ্ঠান। ২০২৩ সালে দেউলিয়াত্বের মুখে পড়ে ব্যাংকটি। এর পর থেকে বিশ্বব্যাপী প্রযুক্তি ব্যয় কমিয়ে দেন বিএফএসআই গ্রাহকরা। তবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ইনফোসিস, উইপ্রোর মতো ভারতীয় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক প্রতিবেদন বলছে, টানা ছয় প্রান্তিকের মন্দার পর ধীরে ধীরে বিএফএসআই গ্রাহকদের ব্যয় বাড়ছে। ফলে আইটি খাতে আশার সঞ্চার হয়েছে।