নজরুলের গানে তাঁরা
প্রথম আলো
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪, ১০:৫৯
কাজী নজরুল ইসলামের ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে’ গেয়েছেন পান্থ কানাই, অনিমেষ রায় ও সৈয়দ সুজন। কবির ৪৯তম প্রয়াণদিবসে আরটিভি মিউজিকের ব্যানারে গানটি আজ প্রকাশিত হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে সমগ্র দক্ষিণ এশিয়ায় এখন অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ চলছে। কাজী নজরুল ইসলামের যে গানগুলো বিদ্রোহ–বিক্ষোভে সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তার মধ্যে এই গানটিই সবার ওপরে।’
নিতাই ঘটকের সুরে গানটির সংগীত আয়োজন করেছেন সৈয়দ সুজন। গানের ভিডিও চিত্র নির্মাণ করেছেন নুর হোসেন।
- ট্যাগ:
- বিনোদন
- গান
- নজরুল সঙ্গীত