দক্ষিণ আইসল্যান্ডের একটি গুহায় বরফ ধসের পর নিখোঁজ দুই বিদেশি পর্যটককে উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।
ব্রেইদামেকুরজোকুল হিমবাহে ওই ধসের ঘটনায় প্রথম খবর উদ্ধারকর্মীরা পান রোববার বেলা ৩টার দিকে।
বিবিসি লিখেছে, গাইড নিয়ে ২৫ ব্যক্তি বরফের ওই গুহা দেখতে গিয়েছিলেন। বরফ ধসের ঘটনায় দুজন নিখোঁজ হওয়ার পাশাপাশি অন্য দুজন গুরুতর আহত হয়েছে।