শিশুদেরও হতে পারে গিরায় সংক্রমণ

প্রথম আলো প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪, ১২:২৩

গিরায় সংক্রমণ বা সেপটিক আর্থ্রাইটিস একটি সংক্রমণজনিত রোগ, যা দ্রুত শনাক্ত করে যথাযথ চিকিৎসা না করালে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। এটি নবজাতক থেকে শুরু করে কিশোর বয়সীদের হতে পারে। তবে সাধারণত দুই থেকে পাঁচ বছরের শিশুদের হয়ে থাকে রোগটি।


বিভিন্ন ধরনের জীবাণু, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস আক্রমণে এ রোগ হয়ে থাকে। ছেলে শিশুদের গিরায় সংক্রমণ মেয়ে শিশুদের তুলনায় বেশি হয়। আবার বড়দের তুলনায় শিশুরা এ রোগে আক্রান্ত হয় বেশি।


রোগটি সাধারণত একটি গিরাতেই প্রকাশ পায়। তবে নবজাতকের ক্ষেত্রে একই সঙ্গে বেশ কয়েকটি গিরা আক্রান্ত হতে পারে। ৭৫ শতাংশ ক্ষেত্রে পায়ের গিরাগুলোয় যেমন হাঁটু, গোড়ালি, নিতম্বে বেশি হয়। তবে হাতের গিরা, যেমন কবজি, কাঁধও আক্রান্ত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও