‘তরমুজ’ বানিয়ে মাদক পাচার
মাদকদ্রব্য পাচার করতে প্রায়ই নতুন নতুন কৌশল অবলম্বন করতে দেখা যায় মাদক পাচারকারীদের। কখনো পেটের মধ্যে, কখনো পায়ুপথে, আবার কখনো অস্ত্রোপচার করে ত্বকের নিচে লুকিয়েও মাদক পাচারের নজির আছে। আইনের চোখ ফাঁকি দিতে এসব কৌশলে নিয়মিত পরিবর্তন আনেন অপরাধীরা। সম্প্রতি মাদক পাচারের ভিন্নধর্মী একটি নজির মিলেছে যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো সীমান্তে অভিযান চালায় মার্কিন শুল্ক ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থা। সন্দেহভাজন একটি তরমুজের ট্রাকে তল্লাশি করেন সংস্থাটির কর্মকর্তারা। ট্রাকে থাকা কিছু তরমুজ কাটার পর ভেতরে পাওয়া যায় উচ্চ মূল্যের মাদক মেথামফেটামিন। তবে এসব তরমুজ কাগজ দিয়ে বানানো। কাগজের ওপর তরমুজের খোসার মতো রং করে তৈরি করা মোড়কে ভরে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করা হচ্ছিল।
- ট্যাগ:
- জটিল
- মাদক পাচার
- অভিনব পন্থা