ফেনীতে বন্যা: খাবার সংকট আর যোগাযোগহীন সিঁড়িঘরে শঙ্কার দুদিন

বিডি নিউজ ২৪ ফেনী সদর প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪, ০৯:১৩

শতবর্ষী মা ঋতুবালা মজুমদারকে নিয়ে নিজ বাড়িতে আটকা পড়েছিলেন স্কুল শিক্ষক সুনীল মজুমদার, তাদের উদ্ধারে গিয়ে আটকা পড়েন জামাতা রাজীব বড়ুয়াও; খাবার সংকট আর যোগাযোগবিহীন দুইদিন পর অবশেষে তারা উদ্ধার হন।


সুনীল মজুমদারের বাড়ি ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীর সদর উপজেলার ফাজিলপুর গ্রামে। বানের পানিতে নিজ বাড়িতে আটকা পড়লে পরে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। তারাসহ সেই বাড়ির মোট নয়জনকে শুক্রবার উদ্ধার করেন স্বেচ্ছাসেবীরা।



রাজীব বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফাজিলপুর ইউনিয়নের আলিয়ারা দীঘির পাশের বাড়িতে আমার শ্বশুর ও দাদি শাশুড়ি একটি টিনশেড ঘরে ছিলেন। বুধবার রাত থেকে টানা বৃষ্টি ও ঢলের কারণে সেখানে পানি বাড়তে শুরু করে।


“বিকাল থেকে একটু একটু করে পানি বাড়ির উঠান পর্যন্ত ওঠে। বিষয়টিকে তারা শুরুতে গুরুত্ব দেননি। কারণ, এর আগে অতি বৃষ্টিতে বাড়ির উঠোন পর্যন্ত পানি উঠলেও তার বেশি হয়নি।”


রাজীব বলেন, বুধবার রাতে বৃষ্টি বাড়ার পর গভীর রাতে পানি ঘরের খাট ছুঁই ছুঁই হয়। পরদিন ভোরে খাট ডুবে গেলে তার শ্বশুর ও দাদি শাশুড়ি পাশের একতলা পাকা বাড়ির সিড়িঘরে অবস্থান নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও