চারটি যতিচিহ্ন টাইপ করলেই আইফোন কাজ করছে না, সমাধান কী
প্রথম আলো
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪, ২০:৪২
অ্যাপলের আইফোন ও আইপ্যাডে নতুন একধরনের ত্রুটি দেখা যাচ্ছে। সুনির্দিষ্ট চারটি যতিচিহ্ন টাইপ করলেই বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপলের এই দুই যন্ত্র। তবে এ ত্রুটির ফলে বড় আকারের ক্ষতি হওয়ার শঙ্কা নেই বলে জানা গেছে।
জানা যায়, দুটি উদ্ধৃতি চিহ্ন ও দুটি কোলন চিহ্ন (“”::) একসঙ্গে টাইপ করলেই স্প্রিংবোর্ড কাজ করে না। ফলে আইফোন ও আইপ্যাডের হোমস্ক্রিনে আর কিছুই দেখা যায় না। হোমস্ক্রিনের সার্চবার, অ্যাপ লাইব্রেরির সার্চবার ও সেটিংস অ্যাপের সার্চবারে এই চার যতিচিহ্ন একসঙ্গে লিখলে এমন সমস্যা দেখা দিচ্ছে। এক্স (সাবেক টুইটার) মাধ্যমে এ ত্রুটি তুলে ধরেন কামরান মোখতার নামের একজন সফটওয়্যার নিরাপত্তা গবেষক। তিনি এক্স বার্তায় লিখেছেন, আইওএস ১৭.৬.১-এর অ্যাপ লাইব্রেরিতে একসঙ্গে দুটি উদ্ধৃতি চিহ্ন ও কোলন টাইপ করলেই আইফোনে আর কাজ করা যায় না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইফোন
- নিরাপত্তা ত্রুটি
- ত্রুটি