গর্ভকালে থাইরয়েড হরমোন বৃদ্ধি ঠেকাতে যা করবেন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪, ১৩:৫৩
গর্ভাবস্থায় থাইরয়েড হরমোন বৃদ্ধির সমস্যার হার এখন বেশি। গর্ভাবস্থায় এ সমস্যা হলে শিশু ও মা দুজনেরই ঝুঁকি থাকে। এ সময় কাদের থাইরয়েড হরমোন পরীক্ষা করাতে হবে, এ বিষয়ে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি কিছু দিকনির্দেশনা দিয়েছে। সেগুলো হলো:
- যাদের থাইরয়েড রোগের পারিবারিক ইতিহাস আছে।
- যাদের গলগণ্ড বা গলা ফোলা আছে।
- যাদের থাইরয়েড অপারেশন হয়েছে।
- যাদের থাইরয়েড অ্যান্টিবডি পজিটিভ।
- যাদের সন্তান হচ্ছে না বা গর্ভধারণ করতে সমস্যা হচ্ছে।
- যাদের আগে গর্ভে সন্তান নষ্ট হয়েছে।
- যাদের আয়োডিন ঘাটতি আছে।
- যাদের ওজন বেশি।
- থাকা থাইরয়েড ওষুধ খাচ্ছে।
- যাদের টাইপ-১ ডায়াবেটিস আছে।
- যাদের আগের সন্তানের জন্মগত থাইরয়েড হরমোনের সমস্যা ছিল।
- গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের ঘাটতি বা হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড হরমোনের আধিক্য বা
- হাইপারথাইরয়েডিজম দুটিই হতে পারে।
গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের আধিক্যের কারণ
- গ্রেইড ডিজিজ নামে একধরনের অটোইমিউন রোগ।
- গর্ভাবস্থায় সাময়িকভাবে থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া।
- মাল্টিনডুলার গয়টার (গলগণ্ড)।
- থাইরয়েডাইটিস বা থাইরয়েড গ্রন্থির প্রদাহ।
- লেভোথাইরোক্সিনের ডোজ বেশি হয়ে গেলে হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা করতে হবে।
বলে রাখা দরকার, ওভারির কিছু টিউমার আছে, যা থাইরয়েড হরমোন উৎপন্ন করে। এর আরও কিছু জটিল কারণ আছে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- থাইরয়েড
- গর্ভাবস্থা