গর্ভকালে থাইরয়েড হরমোন বৃদ্ধি ঠেকাতে যা করবেন

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪, ১৩:৫৩

গর্ভাবস্থায় থাইরয়েড হরমোন বৃদ্ধির সমস্যার হার এখন বেশি। গর্ভাবস্থায় এ সমস্যা হলে শিশু ও মা দুজনেরই ঝুঁকি থাকে। এ সময় কাদের থাইরয়েড হরমোন পরীক্ষা করাতে হবে, এ বিষয়ে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি কিছু দিকনির্দেশনা দিয়েছে। সেগুলো হলো:



  • যাদের থাইরয়েড রোগের পারিবারিক ইতিহাস আছে।

  • যাদের গলগণ্ড বা গলা ফোলা আছে।

  • যাদের থাইরয়েড অপারেশন হয়েছে।

  • যাদের থাইরয়েড অ্যান্টিবডি পজিটিভ।

  • যাদের সন্তান হচ্ছে না বা গর্ভধারণ করতে সমস্যা হচ্ছে।

  • যাদের আগে গর্ভে সন্তান নষ্ট হয়েছে।

  • যাদের আয়োডিন ঘাটতি আছে।

  • যাদের ওজন বেশি।

  • থাকা থাইরয়েড ওষুধ খাচ্ছে।

  • যাদের টাইপ-১ ডায়াবেটিস আছে।

  • যাদের আগের সন্তানের জন্মগত থাইরয়েড হরমোনের সমস্যা ছিল।

  • গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের ঘাটতি বা হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড হরমোনের আধিক্য বা

  • হাইপারথাইরয়েডিজম দুটিই হতে পারে।


গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের আধিক্যের কারণ



  • গ্রেইড ডিজিজ নামে একধরনের অটোইমিউন রোগ।

  • গর্ভাবস্থায় সাময়িকভাবে থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া।

  • মাল্টিনডুলার গয়টার (গলগণ্ড)।

  • থাইরয়েডাইটিস বা থাইরয়েড গ্রন্থির প্রদাহ।

  • লেভোথাইরোক্সিনের ডোজ বেশি হয়ে গেলে হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা করতে হবে।


বলে রাখা দরকার, ওভারির কিছু টিউমার আছে, যা থাইরয়েড হরমোন উৎপন্ন করে। এর আরও কিছু জটিল কারণ আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও