You have reached your daily news limit

Please log in to continue


বতসোয়ানায় মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা

আফ্রিকার দেশ বতসোয়ানায় একটি হীরার সন্ধান পাওয়া গেছে। যার ওজন দুই হাজার ৪৯২ ক্যারেট। এটি এখন পর্যন্ত পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরা। কানাডিয়ান প্রতিষ্ঠান লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনিতে হীরাটি পাওয়া গেছে।

বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে কারোই খনিতে হীরাটি পাওয়া গেছে। দেশটির সরকার জানিয়েছে, এটি তাদের আবিষ্কৃত সবচেয়ে বড় হীরা। এর আগে তাদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল এক হাজার ৭৫৮ ক্যারেটের একটি পাথর, যা ২০১৯ সালে একই খনিতে পাওয়া যায়।

বিবিসি জানিয়েছে, এর আগে বিশ্বের সবচেয়ে বড় হীরাটি পাওয়া যায় ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায়। যেটি ৩ হাজার ১০৬ ক্যারেট বিশিষ্ট। এই হীরাটি নয়টি অংশে বিভক্ত এবং যার অধিকাংশ রয়েছে ব্রিটিশ ক্রাউন জুয়েলসে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন