You have reached your daily news limit

Please log in to continue


চাঁদে বইতো লাভার স্রোত, সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

এক সময় চাঁদে উত্তপ্ত ও গলিত পাথরের একটি মহাসাগর ছিল। তার অর্থ হলো চাঁদের ভেতরে ও বাইরে লাভা রয়েছে। এমনটাই জানিয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা চন্দ্রযান-৩ থেকে প্রাপ্ত রাসায়নিক তথ্যগুলো বিশ্লেষণ করছেন। এরপর বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। চাঁদ গঠনের পর, চাঁদ অনেক বছর ধরে উত্তপ্ত লাভায় আবৃত ছিল বলে তারা জানতে পেরেছেন।

সম্প্রতি নেচার জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। পুরো চাঁদে উত্তপ্ত লাভার (ম্যাগমা) সমুদ্র ছিল। এটি চাঁদের গঠনের কয়েক কোটি বছর পরের ঘটনা। এই সমীক্ষা এমন সময়ে এসেছে, যখন সমগ্র দেশ চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ এর সফল অবতরণের বর্ষপূর্তি উদযাপন করতে চলেছে। তার মধ্যেই এই খবর বাড়তি খুশি এনে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন