![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-08-22%252F5ogam3eq%252Fvpn.pexels.png%3Frect%3D98%252C0%252C1065%252C710%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
ভিপিএন কি ইন্টারনেটের গতি কমিয়ে দেয়
প্রথম আলো
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪, ২০:৪০
ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদ ও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মুখে প্রায়ই আমরা শুনেছি, ‘বাংলাদেশ বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেল।’ এই সময়ে এসে এই কথার সত্যতা মিলল। তা–ও আবার পাকিস্তানের মাধ্যমে।
এই দেশ নিয়ে বিষোদ্গারই শুনতে হয়েছে বিগত সরকারের আমলে। ‘বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে’, ‘পাকিস্তানের চেয়ে আমরা অনেক এগিয়ে আছি’—এসব শোনা ছিল নিত্যদিনের ব্যাপার। বর্তমান সময়ে পাকিস্তানেও চলছে বিক্ষোভ। আর দেশটির সরকার ইন্টারনেটের ওপর নানা নিয়ন্ত্রণ আরোপ করছে, যেগুলো গত এক মাসে বাংলাদেশকে দেখতে হয়েছে। আন্দোলন দমনের পদ্ধতিতে পাকিস্তানের রোল মডেল বাংলাদেশ, এ কথা বলাই যায়।