যত দ্রুত সম্ভব বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি: নেপাল
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪, ২০:২৮
ভারতের ভেতর দিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির জন্য নেপাল সরকার কাজ করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। আজ বৃহস্পতিবার কাঠমান্ডু পোস্টের বরাত দিয়ে এই খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার নেপাল সংসদের প্রতিনিধি পরিষদে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী অলি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ বাণিজ্য–সংক্রান্ত বেশির ভাগ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাকি ছিল শুধু জ্বালানি সংস্থার উপস্থিতিতে নেপাল, বাংলাদেশ ও ভারতের জ্বালানিমন্ত্রীদের মধ্যে চুক্তি স্বাক্ষরের কাজটি। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে নির্ধারিত ওই চুক্তি অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিদ্যুৎ আমদানি
- বিদ্যুৎ রফতানি