চিকিৎসক ধর্ষণ-হত্যা: পশ্চিমবঙ্গ ও কেন্দ্র সরকারকে রাজনীতি না করতে সুপ্রিম কোর্টের পরামর্শ
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিষয়টি নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে রাজনীতি না করার পরামর্শ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই পরামর্শ দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সুপ্রিম কোর্টে শুনানির সময় ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতা ও পশ্চিমবঙ্গ সরকারের কৌঁসুলি কপিল সিবালের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় প্রধান বিচারপতি এই পর্যবেক্ষণ দেন। শুনানির সময় কপিল সিবাল আদালতকে অনুরোধ করেন যেন, এই ইস্যুতে কোনো উসকানিমূলক বিবৃতি দেওয়া না হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ধর্ষণ
- গণধর্ষণ