দাবি আদায়ে কর্মবিরতি-অবরোধ কতটা যৌক্তিক?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪, ০৯:৪৭
• চাকরি রাজস্বকরণের দাবি নিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের কর্মীরা
• চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও ও সড়ক অবরোধ করেন গ্রামপুলিশ সদস্যরা
• দোকান ভাড়া কমানোর দাবিতে সড়ক অবরোধ করছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের দোকানিরা
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের টানা ১৫ বছরের বেশি সময়ের শাসনের অবসান হয় গত ৫ আগস্ট। অনেক চ্যালেঞ্জ নিয়ে সবে দায়িত্ব নিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অর্থনৈতিক চ্যালেঞ্জ যেখানে সবচেয়ে বড়। নতুন সরকার দায়িত্ব নিতে না নিতেই বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, কর্মবিরতি শুরু করেছেন সরকারের অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।