You have reached your daily news limit

Please log in to continue


গাজায় ৬ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার

দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে ৬ জন ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী (আইডিএফ)। 

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অব ইসরাইল।

আইডিএফের এক বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর হামাসের অপহরণের শিকার ৬ ইসরাইলি জিম্মির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে একজনকে জীবিত বলে মনে করা হয়েছিল। সোমবার রাতে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে চালানো অভিযানে মরদেহগুলো উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- আলেকজান্ডার ড্যান্সিগ (৭৫), ইয়াগেভ বুচশতাভ (৩৫), চেইম পেরি (৭৯), ইওরাম মেটজগার (৮০), নাদাভ পপলওয়েল (৫১) এবং আব্রাহাম মুন্ডার (৭৮)। ইতোমধ্যেই তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন