ভারতে সরকার পতনে ‘গোপন ষড়যন্ত্র’ করছে যুক্তরাষ্ট্র, দাবি রাশিয়ান সংবাদমাধ্যমের
যুগান্তর
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪, ১৬:২০
৫ আগস্ট ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে। গত ১৫ বছরের শাসনমালে শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত।
বিপরীতে মানবাধিকার এবং ভোটাধিকারসহ নানা ইস্যুতে হাসিনার উপর অসন্তোষ ছিল মার্কিন প্রশাসনের। বাংলাদেশে সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত বলেও অভিযোগ রয়েছে হাসিনার।
এদিকে রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে জানিয়েছে, গোপনে বাংলাদেশের মতো ভারতে সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনটিতে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বন্ধুত্বের আড়ালে নাকি মোদি সরকারকে উৎখাতের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। এ জন্য অন্ধ্র প্রদেশের ব্যাপটিস্ট চার্চ এবং বিরোধী নেতাদের সাথে যোগাযোগ করছে তারা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে