অপরাধের সুষ্ঠু বিচার কে না চায়!
ছোটবেলায় সম্ভবত প্রথম শেণিতে শিক্ষক আমাদের পড়িয়েছিলেন, ‘সদা সত্য কথা বলিবে’। উপর ক্লাসে উঠে আরও শিখেছিলাম, ‘তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনেশুনে সত্য গোপন করো না’। যত বয়স হচ্ছে, শেখা কথাগুলোর সঙ্গে এদেশের বাস্তবতা ও সমাজের মানুষের কথার সঙ্গে মিল দেখছি না; বিশেষ করে রাজনীতিকদের কথা ও কাজের সঙ্গে তো বটেই। মাঝেমধ্যে সংশয় জাগে, বইয়ে পড়া কথাগুলো কি আমাদের ভুল শেখানো হয়েছিল, যা বাস্তবে ব্যবহার করতে গেলে বিপদের সম্মুখীন হতে হয়?
পতিত সরকারের সময়ে এ কলামে সত্য লিখতে গিয়ে একচোখা অনেকেই আমাকে ‘বিরুদ্ধ দলের চামচা’ বলতেও দ্বিধা করেননি। ধন্যবাদ দিই পত্রিকা অফিসকে, আমার সত্য কথাগুলো বাদ না দিয়ে ছাপানোয়। পাঠকসমাজ আমাকে দলকানা হতে কোনোদিন দেখেনি। এখন তো নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। অতীতের লেখা, কথা কিছুটা চর্বিত চর্বণ করি; সেই সঙ্গে এদেশের নিখাদ বাস্তবতার কিছু বর্ণনাও দিই, সাধারণ নাগরিক হিসাবে কথা বলার অধিকার আমাদের তো আছেই।
- ট্যাগ:
- মতামত
- সুষ্ঠু বিচার