শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ কি ইনডেমনিটি
প্রথমেই বলে নিই, আমি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ চাই কি না? উত্তর—হ্যাঁ। কারণ বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি হয় না, হয় দুর্বৃত্তায়ন। সোজা বাংলায় গুন্ডামি বা ভাড়াটে কর্মী হয়ে বড় ভাই বা নেতার তোষামোদি। ভাই বা নেতার যত কাছে আপনি যেতে পারবেন, আপনি তত বড় ছাত্রনেতা হয়ে যাবেন। নেতা হওয়ার যোগ্যতা বা বৈশিষ্ট্য আপনার থাক বা না থাক। সুতরাং এ ধরনের রাজনীতি থাকার দরকার আছে বলে মনে হয় না।
কিন্তু প্রশ্ন হলো, আপনি প্রকৃতপক্ষেই রাজনীতি বন্ধ করতে পারবেন কি না? ব্রিটিশ শাসনামল থেকেই উপমহাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে, বলতে পারেন অগ্রণী ভূমিকা। আর তার হাত ধরেই শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি চলে আসে। সমরেশের কালবেলা যারা পড়েছেন, তারা জানেন, কীভাবে জলপাইগুড়ির এক সাধারণ ছেলে রাজনীতির এক কমরেড হয়ে ওঠেন। কিন্তু সে ধরনের ডেডিকেশন কি আর এখন আছে?