ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা চলছে সিএমএইচে

প্রথম আলো প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪, ১১:২৩

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও পরবর্তী সময়ে সরকারের পদত্যাগের এক দফার আন্দোলন ঘিরে সংঘর্ষ-সহিংসতায় আহত ব্যক্তিদের চিকিৎসায় ৩২০টি শয্যা প্রস্তুত রেখেছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) কর্তৃপক্ষ। আহত ব্যক্তিরা চিকিৎসা পাবেন সম্পূর্ণ বিনা মূল্যে। শুধু শিক্ষার্থী নন, আহত যেকোনো নাগরিক এখানে চিকিৎসা নিতে পারবেন।


সাধারণত সামরিক বাহিনীর সদস্য বা তাঁদের পরিবারের সদস্যরা সিএমএইচে চিকিৎসার সুযোগ পান। বিশেষ কোনো নাগরিক বা জটিল কোনো পরিস্থিতির রোগীকেও এখানে চিকিৎসা দেওয়া হয়। সাম্প্রতিক আন্দোলন ঘিরে আহত বিপুলসংখ্যক বেসামরিক নাগরিককে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে হাসপাতালটি। ১ হাজার ৬৫০ শয্যার এ হাসপাতালে সাধারণ সব ধরনের চিকিৎসার পাশাপাশি ১৪টি সেন্টারে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও