আপনি বুদ্ধিমান কি না, কী করে বুঝবেন

প্রথম আলো প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪, ১৬:১৬

খাতা-কলমে বুদ্ধিমত্তা যাচাই করার একটি পরীক্ষা আছে। যুক্তি, পর্যবেক্ষণ, বিশ্লেষণ ইত্যাদি বিষয়ে ২৫ থেকে ৩০টি প্রশ্নের উত্তর দিয়ে যে নম্বর পাবেন, সেটিই বলে দেবে আপনার বুদ্ধির মাত্রা। বিশ্বব্যাপী স্বীকৃত এই পরীক্ষার নাম ‘আইকিউ (ইন্টেলিজেন্স কোয়েশ্চেন) টেস্ট’। তবে পরীক্ষার বাইরেও মানুষের কিছু স্বভাবের ভিত্তিতে বুদ্ধিমত্তা যাচাইয়ের সহজ উপায় বাতলে দিয়েছেন মনস্তাত্ত্বিকেরা। জেনে নিন বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে দেখা যায় এমন আটটি স্বভাব। নিজের সঙ্গেও মিলিয়ে দেখতে পারেন।


পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া


ডারউইনের বিবর্তনতত্ত্ব অনুযায়ী, যোগ্যরাই টিকে থাকেন। যোগ্য তাঁরাই, যাঁরা পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেন। কানাডার পেশাবিষয়ক লেখক শানা লেবোভিটজ বলেন, বুদ্ধিমান তাঁরাই, যাঁরা যেকোনো পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে দ্বিধা করেন না। অনেক বিধিনিষেধ ও জটিলতার মধ্যেও তাঁরা খুঁজে বের করেন উপায়, বলেন মার্কিন সাংবাদিক ডোনা এফ হ্যামেট। সাম্প্রতিক মনস্তাত্ত্বিক গবেষণাগুলোও এ ধারণাকে সমর্থন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও