এন্ডোমেট্রিওসিসের উচ্চ ঝুঁকিতে কারা
প্রথম আলো
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪, ১৬:১৩
এন্ডোমেট্রিওসিস কী
এন্ডোমেট্রিয়াম জরায়ুর সবচেয়ে ভেতরের স্তর, যা মাসিকের সময় রক্তের সঙ্গে বের হয়ে যায়, তা দুটি হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের প্রতি সংবেদনশীল। এন্ডোমেট্রিয়াল টিস্যু জরায়ুর বাইরে ডিম্বনালি (ফেলোপিয়ান টিউব), ডিম্বাশয় বা অন্য কোনো স্থানে থাকলে এন্ডোমেট্রিওসিসের সৃষ্টি হয়। এতে মাসিকের সময় ওই সব স্থানে রক্তক্ষরণ ও ব্যথা হয়। এটি খুবই কষ্টদায়ক অবস্থা। অনেক সময় অঙ্গগুলো একে অন্যের সঙ্গে আঠার মতো লেগে যায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- এন্ডোমেট্রিওসিস