ভারতে তৈরি আইফোন প্রো ও প্রো ম্যাক্স আসছে বাজারে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪, ১৬:০১
আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল এবার প্রথমবারের মতো ভারতে আইফোন প্রো ও প্রো ম্যাক্স মডেলগুলো তৈরি করবে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ভারত ও আইফোন নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ফক্সকন টেকনোলজি গ্রুপের জন্য এটা হতে যাচ্ছে নতুন এক মাইলফলক।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুতে ফক্সকনের কারখানায় কর্মীরা আইফোন ১৬ প্রো ও প্রো ম্যাক্স নির্মাণের প্রশিক্ষণ নিতে শুরু করেছে। তাদের লক্ষ্য, সারা বিশ্বে উৎপাদন ও বাজারজাতকরণ শুরুর পর যত দ্রুত সম্ভব, একই কার্যক্রম ভারতে শুরু করবে।
আইফোন প্রো ও প্রো ম্যাক্স মডেলের ফোনগুলোতে সাধারণ আইফোনের চেয়ে বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা ও টাইটানিয়ামের বডি থাকে এবং এগুলো তৈরির জন্য বিশেষায়িত উৎপাদন সক্ষমতা প্রয়োজন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইফোন
- আইফোন ব্যাটারি
- আইফোন