সাবেক ১৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ২৩ এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু

দেশ রূপান্তর প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪, ১৩:২২

গেল দ্বাদশ জাতীয় সংসদকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের মধ্যে দলীয় বিরোধ, কোন্দল ও গ্রুপিং-লবিং স্পষ্ট হয়ে উঠেছিল। তখন দলীয় মনোনয়ন লাভের আশায় একে অপরকে ঘায়েল করতে একজন মনোনয়নপ্রত্যাশী আরেকজনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ বাণিজ্য, অবৈধ সম্পদ, বিদেশে অর্থ পাচার ও নারী কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন করেন। দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে দেড় শতাধিক নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ জমা পড়ে সদ্য পতন হওয়া প্রধানমন্ত্রীর কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনে (দুদক)। অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের পরিকল্পনা নিয়েছে দুদক।


গতকাল সোমবার ১৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ২৩ জন সংসদ সদস্যসহ মোট ৪১ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও