ডেমোক্রেটিক পার্টির সম্মেলন: উদ্বোধনী দিনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪, ১২:২৭

যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনের উদ্বোধনী দিনে গতকাল সোমবার কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শহরটির রাস্তায় নেমে আসেন তাঁরা।


রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেন, কয়েক ঘণ্টা ধরে শান্তিপূর্ণ বিক্ষোভের পর কয়েকজন বিক্ষোভকারী নিরাপত্তাবেষ্টনীর কিছু অংশ ভেদ করে ফেলেন। এমন অবস্থায় সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।


ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের নিরাপত্তা দল নিশ্চিত করেছে, কনভেনশন এলাকার কাছে স্থাপিত নিরাপত্তাবেষ্টনীর অংশবিশেষ ভেঙে ফেলেছেন বিক্ষোভকারীরা। তবে তারা বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন। কনভেনশনে আগতদের কোনো ঝুঁকি নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও