‘আমরা বিপদে আছি, কীভাবে মুক্তি পাব জানি না’
প্রথম আলো
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪, ১৮:১৬
রাজধানীর পান্থপথে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মুঠোফোন দোকানের মালিক ও কর্মচারীরা। আজ সোমবার বেলা ১১টা থেকে বিক্ষোভ করছেন তাঁরা।
বিক্ষোভে অংশ নেওয়া মুঠোফোন বিক্রেতা প্রতিষ্ঠান সাইম প্লাসের স্বত্বাধিকারী মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা বিপদে আছি, কীভাবে মুক্তি পাব জানি না। চুক্তিপত্রের চেয়ে আমাদের বহুগুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। সার্ভিস চার্জ আর ভাড়া বাড়ানোর পাশাপাশি মোবাইল মার্কেটকে হঠাৎ করে আন্ডারগ্রাউন্ডে (বেজমেন্ট) পাঠানো হয়েছে। এর ফলে পুরো মোবাইল মার্কেট এখন নষ্ট হওয়ার পথে। এটা এখানকার কিছু মানুষ নষ্ট করছে। আমরা এ সমস্যা থেকে মুক্তি চাই। আমরা আগের জাগায় ফিরতে চাই।’
- ট্যাগ:
- প্রযুক্তি
- বিক্ষোভ কর্মসূচি
- মুঠোফোন
- বিক্ষোভ