You have reached your daily news limit

Please log in to continue


মুখে না বললেও নারীরা সঙ্গীর কাছ থেকে যা আশা করেন

সঙ্গীর না–বলা কথা বুঝে নিতে পারলে সম্পর্ক সহজ হয়ে যায়। বিশেষ করে নারী সঙ্গীর চোখে লুকিয়ে থাকা কথা পড়ে ফেলতে পারলে দাম্পত্য হয় সুখের। তাই নারীরা মনে মনে সঙ্গীর কাছে কী আশা করেন, সেসবই জেনে রাখুন।

আবেগময় সমর্থন

অধিকাংশ নারী সঙ্গীর কাছ থেকে ‘ইমোশনাল সাপোর্ট’ বা আবেগময় সমর্থন আশা করেন। তবে এই প্রত্যাশা তাঁরা মুখ ফুটে সহজে প্রকাশ করেন না। তাঁরা সঙ্গীর কাছ থেকে পর্যাপ্ত সহানুভূতি আশা করেন। তাঁদের প্রত্যাশা, সঙ্গী যেন তাঁদের চোখের ভাষা পড়তে পারে। খারাপ সময়ে যেন তাঁদের মনের কথা বুঝতে পেরে পাশে থাকে।

হুটহাট চমক

চমক বলতে বিশাল কিছু হতে হবে, তা নয়। হুট করে এক বিকেলে মুঠোফোনে রোমান্টিক খুদে বার্তা, এক সন্ধ্যায় অপ্রত্যাশিত কোনো উপহার কিংবা মাঝেমধ্যে বাইরে কোথাও ঘুরতে যাওয়া—নারীরা এসব পছন্দ করেন। তবে এসব চাওয়া কিন্তু কখনো তাঁরা মুখ ফুটে বলেন না। পুরুষকে তা বুঝে নিতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন