ভাঙনের মুখে ভারতের ঝাড়খন্ড মুক্তি মোর্চা
বিধানসভা নির্বাচনের আগে ঝাড়খন্ডের শাসক দল ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ভাঙতে চলেছে। সাবেক মুখ্যমন্ত্রী ও দলের প্রবীন নেতা চম্পাই সরেন গতকাল রোববার দিল্লি এসেছেন। সঙ্গে এসেছেন তাঁর ছয় অনুগামী। রাজধানী আসার পথে কলকাতায় তিনি কথা বলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। জোর জল্পনা, ভোটের আগেই জেএমএম ছেড়ে তিনি বিজেপির হাত ধরতে চলেছেন।
ঝাড়খন্ড বিধানসভার মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। হরিয়ানা ও জম্মু–কাশ্মীরের ভোটের দিন ঘোষণা হলেও নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও ঝাড়খন্ডের নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করেনি। অথচ চার বিধানসভার মেয়াদ কাছাকাছি সময়ে উত্তীর্ণ হচ্ছে।