ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ ইস্ট বেঙ্গল-মোহনবাগানের সমর্থকরা
কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক পড়ুয়া চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গসহ গোটা ভারত। এমনকি, এই আন্দোলনের আগুন দেশের গন্ডি পেরিয়ে প্রবাসী ভারতীয় নাগরিকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। ন্যায় বিচার ও অভিযুক্তের ফাঁসির দাবিতে চলছে প্রতিবাদী মিছিল, বিক্ষোভ, আন্দোলন। এবার সেই আন্দোলনকে অন্য মাত্রা দিলো ডুরান্ড কাপ বাতিলের সিদ্ধান্ত।
রোববার (১৮ আগস্ট) সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ঐতিহাসিক ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের মধ্যে। কিন্তু কলকাতা পুলিশের পর্যাপ্ত পরিমাণের ফোর্স না থাকায় নিরাপত্তার কারণ দেখিয়ে ম্যাচটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। এরপরই গর্জে ওঠেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের সমর্থকরা।