দেশ স্বাধীনের পর যত ঘটনা ঘটেছে, সবকিছু চলচ্চিত্রে উঠে আসুক
সেন্সর বোর্ডের আপত্তিতে কয়েক মাস আটকে আছে রায়হান রাফীর ওয়েব ফিল্ম অমীমাংসিত। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন। গতকাল এই অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, ‘অমীমাংসিত আসছে...আসতেই হবে।’ বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে কথা হলো আরও নানা প্রসঙ্গে।
প্রথম আলো: কোথায় আছেন, কী করছেন?
তানজিকা আমিন : উত্তরায় নাটকের শুটিংয়ে আছি। দীর্ঘদিন পর শুটিং শুরু করেছি। ‘সিটি লাইফ’ নামের এই ধারাবাহিকের পরিচালক শাহরিয়ার তাশদিক। আমার সহশিল্পী নাঈম। নাটকটি মাছরাঙা টেলিভিশনে রোববার থেকে প্রচার শুরু হয়েছে। দুটি পরিবারের গল্প। একটা গ্রাম থেকে এসেছে আর আমরা বাড়িওয়ালা। এদের মধ্যকার নানা ঘটনায় এগিয়ে যায় গল্প।
প্রথম আলো: নতুন সরকার এসেছে, ‘অমীমাংসিত’ মুক্তি নিয়ে নতুন খবর আছে?
তানজিকা আমিন : মুক্তির কথা চলছে। ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট যেহেতু সেন্সরের কথা কিন্তু ছিল না। যেহেতু আগের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী চেয়েছিলেন, তাই সেন্সরে জমা দেওয়া হয়। এর পর থেকে সেন্সরেই আটকে আছে। আমরা চাইলেও মুক্তি দিতে পারব না। এখন আবার দেখা হবে, মুক্তির ব্যাপারে আমরা ইতিবাচক।