রক্তক্ষরণের একটি কারণ মস্তিষ্কের অ্যানিউরিজম

প্রথম আলো প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪, ১২:২৫

আমাদের মস্তিষ্কের ভেতর অসংখ্য রক্তনালি জালের মতো বিস্তৃত হয়ে রক্ত সরবরাহ করে। একেকটি রক্তনালি ভাগ হয়ে দুটি শাখায় পরিণত হয়। রক্ত চলাচলের সময় ভাগ হওয়া অংশে রক্তের চাপ পড়ে বেশি। এ কারণে রক্তনালির এ অংশ দুর্বল হয়ে পড়ে। চাপ বেশি বেড়ে গেলে এ দুর্বল অংশ ফুলে যায়। একে বলে অ্যানিউরিজম। একসময় অ্যানিউরিজম ফেটে যায় ও মস্তিষ্কের আবরণীর মধ্যে রক্ত ছড়িয়ে পড়ে। একে বলে সাব-অ্যারাকনয়েড হেমোরেজ। মস্তিষ্কে রক্তক্ষরণের একটি অন্যতম কারণ এই অ্যানিউরিজম।


এ রোগ প্রাণঘাতী। আক্রান্ত ব্যক্তিদের ১০ থেকে ২০ শতাংশ মারা যান হাসপাতালে পৌঁছানোর আগেই। আরও ৩০ থেকে ৪০ শতাংশ মারা যান এক মাসের মধ্যে। আর যাঁরা বেঁচে থাকেন, তাঁরা নানা শারীরিক সমস্যায় আক্রান্ত থাকেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও