হিমালয়ের ১৮ হাজার ফুট উঁচু থেকে স্কি-জাম্প

প্রথম আলো প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪, ১২:১২

পর্বতারোহণ সব সময়ই দুঃসাহসিক কাজ। এতে জীবনহানির ঝুঁকি পর্যন্ত থাকে। আর যদি পর্বতশৃঙ্গ থেকে স্কি-জাম্প দিতে হয়, তাহলে ঝুঁকি আরও বাড়ে বৈকি। তবে ‘সব ভয়’কে জয় করে হিমালয়ের মেরা পর্বতশৃঙ্গ থেকে স্কি-জাম্প করে নতুন গিনেস রেকর্ড গড়েছেন জশুয়া ব্রেগমেন। ১৮ হাজার ৭৫৩ ফুট উঁচু পর্বতশৃঙ্গ থেকে স্কি-জাম্প করে পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।


৩৪ বছর বয়সী ব্রিটিশ নাগরিক জশুয়া ভেঙেছেন ফ্রান্সের ম্যাথিয়াস জিরোর রেকর্ড। ম্যাথিয়াস ২০১৯ সালে ১৪ হাজার ৩০১ ফুট উঁচু থেকে স্কি করে রেকর্ড গড়েছিলেন। গত শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে নতুন রেকর্ডের ঘোষণা দেওয়া হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও