![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/08/19/559920f3efe2859887ba823d0cbfa6c4-66c2b7ba38cbf.gif)
সেন্সরে আটকে থাকা সিনেমার জন্য সুখবর
এক দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাতাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে সেন্সর বোর্ড। পর্দায় কী দেখানো যাবে, কতটুকু দেখানো যাবে, তা নিয়ে ভয়েই থাকেন নির্মাতারা। ভয়ের বিষয়—নির্মাণ শেষে যদি আটকে যায় সিনেমাটি! এমন উদ্বেগের যথেষ্ট কারণ আছে। বিগত সরকারের আমলে আটকে দেওয়া হয়েছে অনেক সিনেমা। কোনোটি আইনি মারপ্যাঁচে, কোনোটি অজানা কারণে।
সেন্সরে দীর্ঘদিন ধরে আটকে থাকা সিনেমার তালিকায় আছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’, এনামুল করিম নির্ঝরের ‘নমুনা’, নজরুল ইসলামের ‘রানা প্লাজা’, অনন্য মামুনের ‘মেকআপ’, অং রাখাইনের ‘মং থেংগারি (আমার বাইসাইকেল)’, সাজ্জাদ খানের ‘কাঠগোলাপ’সহ আরও কিছু সিনেমা। বছরের পর বছর ঘুরলেও নির্মাতাদের দেওয়া হয়নি সেন্সর সার্টিফিকেট। কেউ কেউ আশাও ছেড়ে দিয়েছেন। এমনকি সেন্সরের খড়্গ পড়েছে ওয়েব কনটেন্টে। মুক্তির তারিখ ঘোষণা করেও দর্শকদের সামনে আসতে পারেনি রায়হান রাফীর ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্ম। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড অবলম্বনে নির্মিত হওয়ায় এটির মুক্তি আটকে দিয়েছে সেন্সর বোর্ড।
- ট্যাগ:
- বিনোদন
- সেন্সর ছাড়পত্র
- সিনেমা মুক্তি