প্রখ্যাত ফরাসি অভিনেতা অ্যালাইন ডেলন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
গতকাল রোববার ফ্রান্সে নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন ডেলন। তাঁর পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, ডেলনের মৃত্যুর সময় তাঁর তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
২০১৯ সালে ডেলনের স্ট্রোক হয়েছিল। এরপর থেকে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।